নাটোর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতিতের দেড়শ বছর আর সামনের ১০ বছর এক নয়। সামনের ১০ বছরে যে রুপান্তর দেখতে পাবো তা অতিতের দেড়শ বছরেও রুপান্তর ঘটেনি। কারন আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। তিনি শনিবার বিকেলে সিংড়া থানার সার্ধশত বর্ষ (১৫০ বছর) উদযাপন উপলক্ষ্যে সিংড়া কোর্ট মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডি আই জি এম. খুরশীদ হোসেন , নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। সমাবেশর আগে সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কোর্ট মাঠে ফিরে আসে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউজবিজয়২৪.কম/শাকিল আহমেদ