আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সৈয়দ আবু মোঃ শামসুজ্জোহা রাজু গত বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত বা চির-কুমার। মরহুম সহকারী অধ্যাপক রাজু উপজেলার তারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চাচীয়া মীরগঞ্জ নিবাসী আজিজার রহমানের প্রথম পুত্র। বৃহস্পতিবার বাদ যোহর স্থানীয় আব্দুর রাজ্জাক হাফিজিয়া এতিমখানা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। যানাযা নামাজে অংশ গ্রহণ করেন- শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।