রাশিফল ডেস্ক: আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি। ২০ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯।
আজ আপনার শুভ বর্ণ: সাদা ও হলুদ।
শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও মুনস্টোন।
আজকের দিনে জন্মগ্রহণ কারী জাতক জাতিকারা বিনয়ী, নিরাসক্ত, সৃজনশীল ও পরিশীলিত, এরা কল্পণা প্রবণ হলেও স্বভাবে চাপা। এদের মেধা ও উদ্ভাবণী শক্তির সাথে রয়েছে প্রবল ইনটুইশন। যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন : সুরকার আলতাফ মাহমুদ, বদরুদ্দিন ওমর, হারভে ফ্রিস্টন , থমাস গ্রাহাম প্রমূখ।
আজকের শুভ রং: হলুদ ও সাদার সমন্বয় আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় :দুপর : ২-৩:২২, রাত :৬:২৩-৯:৩২ এর মধ্যে।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে সকাল : ৮:৫০ থেকে বৃষ রাশিতে অবস্থান করবে। ১৩শী তিথি রাত: ৩:৩০ পর্যন্ত, পরে ১৪শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার নির্ভাবনার দিন, বকেয়া টাকা আদায় হবে, কমবে কিছু ঋণ। খাদ্য আর পানিয়ের ব্যবসায় হবে কিছু আয়, চাকরীজীবীরা আজ বকেয়া ধন পায়। খুচরা আর পাইকারী ব্যবসায় রয়েছে লাভের যোগ, বিয়ে বাড়ীতে খেতে পারেন অনেক রাজ ভোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার চিন্তা যে নাই কোনো, মনের শান্তি ফিরে আসবে এই কথাটি জানো। আর্থিক আর পারিবারিক দিক যাবে আনন্দ ময়, ব্যবসায়ীক কাজে কোনো করবেন ব্যবসা জয়। জীবন সাথীর সাহায্য পাবেন, নেই কোনো টেনশন, বিয়ের ক্ষেত্রে পেতে পারেন ট্রাঙ্ক ভরা পণ।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার ভ্রমনের যোগ খুব, ভ্রমনের জন্য যেতে পারেন পশ্চিম কিংবা পূব। টুরিষ্ট আর ট্রাভেল ব্যবসায় কিছু মন্দার ভয়, নির্বাচনী ডামাডোলে লোকশান গুণতে হয়। প্রবাসীরা আসতে পারেন দেশে দিতে পারেন ভোট, কেউবা আবার বাধতে পারেন নির্দোলীয় জোট।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কটের জাতক জাতিকার ব্যবসা বাণিজ্য ভালো, চাল ডাল আর রেস্টুরেন্ট ব্যবসায় কিছু লাভ হলো। বন্ধুর সাহায্যে করবেন অসাধ্য সাধন, বিদ্যা শিক্ষায় সাফল্য আসবে পড়লে দিয়ে মন। প্রেম আর রোমান্স নিয়ে মাতামাতি ভালো নয়, আজ প্রেমে প্রতারণার আছে অনেক ভয়।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার চাকরীতে পদ লাভ, পদস্ত কর্মকর্তার সাহায্যে বাড়বে প্রভাব। বেকারদের চাকরীর পরীক্ষায় সাফল্য লাভ হয়, নতুন বছর কর্ম লাভের যোগ আছে নিশ্চয়। সামাজিক আর রাজনৈতিক কাজে পাবেন সম্মান, পিতার কাছে যেতে পারে আজ আপনার মান।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকা ভাগ্য উন্নতি হবে। কেউ কেউ বৃত্তি পেয়ে বিদেশেতে যাবে। ধর্মীয় আর আধ্যাত্মীক কাজে দূরের যাত্রা হবে। জীবীকা বা ভাগ্যান্বেষনে যাবেন দূরে কোথাও, আজকে কোথাও খেতে পারেন একবারে ফাও।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার আজ ব্যাংক ঋণ লাভের দিন। পাওনাদারের কাছে আপনার আরো বাড়বে ঋণ। রাস্তাঘাটে চলাচলে হতে হবে সাবধান, দূর্ঘটনায় পড়তে পারেন যেতে পারে প্রাণ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আছে লোকসানের ভয়, শেয়ার বিনিয়োগে হারাতে পারেন সঞ্চয়।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসাময়। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে নাই তো কোনো ভয়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। অংশিদারের সাথে বিরোধ নাহি ছাড়ে। স্ত্রীর সাহায্য পাবেন যাবেন হানিমুন, ভালোবাসা বৃদ্ধি পাবে লাভ হবে কয়েক গুণ।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার সকল কাজে ভয়, পানিবাহিত পীড়ায় কিছু কষ্ট রয়। খালি হাতে আজকের দিনে সফল নাহি হবেন। পকেট ভরে টাকা নিয়ে রাস্তাঘাটে যাবেন। টনশিলের রুগীরা আজ সতর্ক হয়ে চলুন, অন্যায়ের প্রতিবাদে জোরে আওয়াজ তুলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার প্রেম আর রোমান্স শুভ হয়, বিদ্যার্থীদের বিদ্যা শিক্ষায় নাই তো কোনো ভয়। শিল্পী আর কলাকুশলী পাবেন কোনো সুযোগ, সুটিং এর কাজে যেতে পারেন, পার করে দূর্ভোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির জাতক জাতিকার পারিবারিক জীবন যাবে ভালো। প্রেম পিরিতি বাড়তে পারে, বাড়বে জ্ঞানের আলো। সম্পত্তি আর ভূমি বিষয়ে আসবে অনেক লাভ, আত্মীয়তে গৃহ ভরবে, জমবে অনেক ভাব, মায়ের সাথে ভাঙ্গতে পারে পুরোনো অভিমান, সামাজিক কাজে পেয়ে যাবেন অনেক অনেক মান।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার যোগাযোগে লাভ হবে, পুরোনো দিনের কষ্ট গুলো স্মৃতি হয়ে রবে। প্রতিবেশী আর ভাই বোনের পাবেন আনুকূল্য, কর্মজীবী পাবেন কর্মে সাফল্য। সাংবাদিক আর সাহিত্যিকদের আয় রোজগার বাড়ে, মূদ্রণ ব্যবসায়ীদের কিছু দূর্ভোগ নাহি ছাড়ে।