
গণপূর্ত অধিদফতর, স্থাপত্য অধিদফতর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নোয়াখালীর সদরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য স্থাপনকৃত ৯টি দশ তলা ভবনের ৩২৪টি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান মো. সহিদ উল্যাহ খান সোহেলসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, জেলা শহর মাইজদীর আবাসিক এলাকায় ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ৯টি দশ তলা ভবন নির্মাণ করা হয়। যার নির্মাণ কাজ গত বছরের জুন মাসে শেষ হয়। উদ্বোধন শেষে ৯টি ভবনের ৩২৪টি ফ্ল্যাট ৩২৪জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হস্তান্তর করা হয়েছে।