আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমার জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভ কামনা।
আজ ফাহিম শাহ্ রিয়ার রেদওয়ানের ১০ম শুভ জন্মদিন। নিউজবিজয়.কম পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আদর ও শুভেচ্ছা। এবং সকলেই আমার ছেলে ফাহিমের জন্য দোওয়া করবেন।
প্রকাশক:-
বাবা : মো: ফারুক হোসেন