
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ শুক্রবার (১৭ মার্চ) লালমনিরহাট আদিতমারী উপজেলায় নানা আয়োজনে পালন করা হয়।
বঙ্গবন্ধুকে স্মরণ করতে তাঁর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে,সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুল-কলেজ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আনুষ্ঠানিকভাবে পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডলের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস,সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত,আদিতমারী থানার অফিসার (ইনচার্জ) ওসি মোজাম্মেল হক,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,প্রবীন আওয়ামীলীগ নেতা কেচু মিয়া ও ভাদাই আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন প্রমুখ।
শেষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।