আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ এপ্রিল) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ১২ তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনে সকালে একটি বর্ণাঢ্য র্য্যালি বিদ্যালয় মাঠ হতে বের হয়ে পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্য্যালিততে নেতৃত্বে দেন নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার মিন্টু, ডাঃ জহুরুল হক, জমিদাতা রোফায় আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া বেগম, সহকারী শিক্ষক জুই বেগম, দুলালী বেগম,সানজিদা পারভীন ও এরশাদুল হক প্রমূখ।
শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
নিউজবিজয়২৪.কম/ফারুক হোসেন/ রেজাউল করিম রাজ্জাক