আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুরাতন ভবন ভাঙ্গতে গিয়ে মিলন মিয়া(২৬) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) সকাল উপজেলার মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভাঙ্গতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত নির্মান শ্রমিক উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে।
হাসপাতাল ও স্থানীয়রা জানান, মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভেঙ্গে ফেলার কাজ নেন স্থানীয় এক ঠিকাদার। সেই ঠিকাদারের হয়ে ভবনটি ভাঙ্গার কাজে অনেকের সঙ্গে অংশ নেন নির্মান শ্রমিক মিলন মিয়া। হঠাৎ ভবনের একটি অংশ শ্রমিক মিলন মিয়ার শরীরের উপর পড়লে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ সাংবাদিককে জানান, মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় হাসপাতাল পৌছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।