আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারী উপজেলা স্কাউটসের আয়োজনে,বিশ্ব স্কার্ফ দিবস পালন করা হয়।
দিবসটি পালনে আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ ও আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের স্কাউট ও কাব,গার্ল ইন স্কাউটরা নিজ নিজ প্রতিষ্ঠানে/ নিজ বাসার আঙ্গিনায় ,শিক্ষা প্রতিষ্ঠানে,নিজ বাগানে পরিস্কার পরিছন্নতা অভিযানের অংশগ্রহনে বৃহস্পতিবার ( ১ আগষ্ট) দুপুরে আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্য্যালি শেষে স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্কাউটের সম্পাদক মোজাম্মেল হক। এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সম্পাদক ও আদিতমারী জিএস মডেল স্কুল কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা,কমিশনার ও আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র ও কোষাধক্ষ্য ও ভাদাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি আলমগীর হোসেন প্রমূখ।
শেষে পরিস্কার পরিছন্নতা দিবসের অংশ হিসেবে স্কুলের আঙ্গিনা পরিস্কার করা হয়।