ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে: ০৩ জানুয়ারি-২০২৩

আজ মঙ্গলবার ৩ জানুয়ারি-২০২৩ ইংরেজি, ১৯ পৌষ ১৪২৯ বাংলা, ০৮ জমাদিউল আখিরাহ ১৪৪৪ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

১৪৩১ – জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯২ – রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।

১৪৯৬ – লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৫২১ – পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।

১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।

১৭৭৭ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০ – ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।

১৭৮২ – বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ – পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাস্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।

১৮৭০ – ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।

১৮৮০ – বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ – প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মানের চুক্তি করে।

১৯২৪ – বৃটিশ প্রত্মবিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।

১৯৪৭ – মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৪৯ – ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত।

১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ – আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।

১৯৫৮ – স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৫৮ – ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৫৯ – ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাস্ট্রের সাথে যুক্ত হয়।

১৯৬১ – যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।

১৯৬২ – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।

১৯৬৬ – কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।

১৯৭৬ – গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৮২ – বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯০ – মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।

১৯৯৩ – মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ – সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৮ – কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

১৯৯৯ – পাকিস্তান শক্তিশারী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।

১৯৯৯ – মার্কিন স্পেসশীপ ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

জন্ম:

১১৯৬ – জাপানের সম্রাট সুচিমিকাডো জন্মগ্রহন করেন।

১৬৯৮ – ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও জন্মগ্রহন করেন।

১৭৩২ – দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহন করেন।

১৮৬৮ – নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডসের জন্ম।

১৮৭০ – অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহন করেন।

১৮৮৮ – নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহন করেন।

১৯১৮ – সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের জন্মগ্রহন করেন।

১৯৫৬ – অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহন করেন।

মৃত্যু:

১৫০১ – উজবেক কবি ও বুদ্ধিজীবি নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়ের মৃত্যু হয়।

১৮৭৫ – ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুসের মৃত্যু হয়।

১৮৯১ – ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপের মৃত্যু হয়।

১৯৮৩ – কবি কাদের নেওয়াজ-এর মৃত্যু হয়।

দিবস:

ধর্মীয় বিষয় দিবস (ইন্দোনেশিয়া), তামাসেসেরাই উৎসব (জাপান)

Up to BDT 650 benefits on New Connection

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ০৩ জানুয়ারি-২০২৩

প্রকাশিত সময়: ১২:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

আজ মঙ্গলবার ৩ জানুয়ারি-২০২৩ ইংরেজি, ১৯ পৌষ ১৪২৯ বাংলা, ০৮ জমাদিউল আখিরাহ ১৪৪৪ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

১৪৩১ – জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯২ – রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।

১৪৯৬ – লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৫২১ – পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।

১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।

১৭৭৭ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০ – ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।

১৭৮২ – বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ – পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাস্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।

১৮৭০ – ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।

১৮৮০ – বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ – প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মানের চুক্তি করে।

১৯২৪ – বৃটিশ প্রত্মবিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।

১৯৪৭ – মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৪৯ – ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত।

১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ – আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।

১৯৫৮ – স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৫৮ – ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৫৯ – ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাস্ট্রের সাথে যুক্ত হয়।

১৯৬১ – যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।

১৯৬২ – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।

১৯৬৬ – কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।

১৯৭৬ – গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৮২ – বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯০ – মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।

১৯৯৩ – মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ – সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৮ – কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

১৯৯৯ – পাকিস্তান শক্তিশারী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।

১৯৯৯ – মার্কিন স্পেসশীপ ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

জন্ম:

১১৯৬ – জাপানের সম্রাট সুচিমিকাডো জন্মগ্রহন করেন।

১৬৯৮ – ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও জন্মগ্রহন করেন।

১৭৩২ – দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহন করেন।

১৮৬৮ – নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডসের জন্ম।

১৮৭০ – অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহন করেন।

১৮৮৮ – নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহন করেন।

১৯১৮ – সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের জন্মগ্রহন করেন।

১৯৫৬ – অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহন করেন।

মৃত্যু:

১৫০১ – উজবেক কবি ও বুদ্ধিজীবি নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়ের মৃত্যু হয়।

১৮৭৫ – ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুসের মৃত্যু হয়।

১৮৯১ – ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপের মৃত্যু হয়।

১৯৮৩ – কবি কাদের নেওয়াজ-এর মৃত্যু হয়।

দিবস:

ধর্মীয় বিষয় দিবস (ইন্দোনেশিয়া), তামাসেসেরাই উৎসব (জাপান)