কাজী আলতাব হোসেন, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন,আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার,এ সরকারামলে শিক্ষার মান উন্নয়নে সর্বচ্চ বাজেট দিয়ে উন্নত দেশ গড়ার পাশাপশি শিক্ষিত জাতী গঠনে নিরলশভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোডেরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মজিবর রহমান ও ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।