আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা শহর।
কলকাতার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কম্পন মৃদু হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরেও কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।