ছ-মিলে গাছ ফারানোর সময় করাতে পড়ে এক শ্রমিকের দেহ থেকে হাত ও জিব্বাহ বিছিন্ন হয়েছে।হ্নদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজারে।জানা গেছে ওই ইউনিয়নের শ্যামপুর কুমার পাড়া গ্রামের দেবেশ্বরের পুত্র ইন্দ্রজিৎ প্রতিদিনের মত আজ সোমবার ও সে শরিফুল ইসলাম সোহাগ এর ছ-মিলে কাজ করতে যায়।গাছ ফারানো সময় ওই শ্রমিক গাছের গুড়ি নিয়ে কারাতে ঠেলে দিতে গেলে পা পিচলে করাতে পড়ে মহুর্তে দেহ থেকে তার ডান হাত ও জিব্বাহ বিছিন্ন হয়ে যায়। ঘটনার পরে স্হানীয়দের সহযোগিতায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি করায়।তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
শিরোনাম:-
কুড়িগ্রামের উলিপুরে করাত কলে দেহ থেকে শ্রমিকের হাত ও জিব্বাহ বিছিন্ন
-
এম এইচ শাহীন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
- প্রকাশিত সময়: ০৫:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- 498
জনপ্রিয় সংবাদ