
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় ৩ মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, উপজেলার জোনাইডাঙ্গা গ্রামের মৃত জহুরুল হকের পুত্র আব্দুল খালেক(৩২) উলিপুর পুর্ব বাজার এলাকার আক্কাস আলীর পুত্র হাফিজার রহমান (৩০)ও গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ জুম্মাহাট গ্রামের আজিজুল হকের পুত্র আল মামুনুর রশিদ(৩৮) ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তরুণ কুমার জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার শহরে সুপান্হ সেচ্ছাসেবী সংগঠন নামক অফিসে মাদক সেবন ও বেচাকেনা চলছে।পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২ পিচ ইয়াবা ও গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ তাকে আটক করা হয়।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান,ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১(গ) ধারা লঙ্ঘনের দায়ে আব্দুল খালেক এর ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা,হাফিজার রহমানের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ও আল মামুনুর রশিদ ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরন করেন।