কেন এ খেলা…….?
একেএম মঈনুল হক
——————–
যদি কথাই না শোন
বলতে না দাও কথা
তবে কেন এত আয়োজন ?
তারিখের পর তারিখ পিছিয়ে
সেজে থাক বোবা !
——————–
যদি কথাই না শোন
বলতে না দাও কথা
তবে কেন এত আয়োজন ?
তারিখের পর তারিখ পিছিয়ে
সেজে থাক বোবা !
আমার কথা শুনলেই কী
জেগে যাবে তোমার……
না থাক, থাক তুমি ভোঁতা !
জেগে যাবে তোমার……
না থাক, থাক তুমি ভোঁতা !
হয়তো আজ মিলছেনা আমার ত্রাতা
ভাগ্য গুণে তুমি মনিব, আমি নিরব শ্রোতা !
ভাগ্য গুণে তুমি মনিব, আমি নিরব শ্রোতা !
সুর্য উঠে, ডুবেও যায়, নেই হেরফের
আমাকে ডোবালে, তুমি ভেসে থাকবে
কে বলেছে সে কথা ?
আমাকে ডোবালে, তুমি ভেসে থাকবে
কে বলেছে সে কথা ?