যশোরের কেশবপুরে ড্রাগন চাষে ঝুঁকছেন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা। আর এর পেছনে কৃষি অফিসের ব্যাপক ভুমিকা রয়েছে। এখানকার উর্বর মাটিতে বিদেশী এ ফল চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়ে তুলছেন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম। তাঁর বাগানে ড্রাগনফল চারা রোপণের ৮ থেকে ৯ মাসের মধ্যেই গাছে ফল ধরছে। তার বর্তমানে ৪ বিঘা জমিতে ড্রাগনফল চাষ করেছেন এবং এ বছরেই তিনি আরো ৮ বিঘা জমিতে ড্রাগন চাষ বৃদ্ধি করবেন বলে তিনি জানিয়েছেন। তার বাগানে ৫হাজার ২০০ টি চারা রয়েছে। প্রাথমিকভাবে ৪ বিঘা জমিতে ড্রাগন চাষে তার খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এখন তার বাগানে প্রচুর পরিমানে ফল ধরেছে। বাগান থেকে প্রতি কেজি ফল ২৫০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি করছেন। গাছের বয়স যত বৃদ্ধি পাবে ফলনও তত বাড়বে। আর এভাবে উৎপাদন অব্যাহত থাকলে আগামী দশ বছরে কোটি টাকারও বেশী ফল উৎপাদন হবে বলে তিনি জানিয়েছেন। এ প্রজাতির গাছ প্রায় ১০০বছর বাঁচে। ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ভালোভাবে ফল উৎপাদন হয়। পরে উৎপাদন কমতে থাকে। তার স্বপ্ন উপজেলাব্যাপী ড্রাগন চাষ ছড়িয়ে দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা। তাঁর সাফল্যে উপজেলার বিভিন্ন এলাকার ছোটবড় কৃষক ও ব্যবসায়ীরা তার পরামর্শে দামী ফল ড্রাগনচাষে উদ্বুদ্ধ হচ্ছে। ড্রাগন একটি বিদেশী ফল। এ ফলের তিনটি জাত রয়েছে। যেমন-লাল ড্রাগন, কোস্টারিকা ড্রাগন ও হলুদ ড্রাগন। একটি ফলের ওজন ১৫০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কখনো কখনো ফলের ওজন এক কেজি পর্যন্ত হয়ে থাকে। পাকা ফলের শাঁস বেশ নরম, কালোজিরার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কালো রঙের অসংখ্য বীজযুক্ত, হালকা মিষ্টি। তার ড্রাগন বাগান দেখে এ উপজেলার তেইশ মাইলের রেজাউল ও আওয়ালগাতী গ্রামের আব্দুল লতিফসহ অনেক চাষী এখন ড্রাগন চাষ শুরু করেছেন। রোপনের পর অল্পদিনে উৎপাদন ও অধিক লাভজনক হওয়ায় কেশবপুরসহ পাশ^বর্তী উপজেলার অনেকেই এখন ড্রাগন চাষে ঝুঁকে পড়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ঋতুুরাজ সরকার বলেন, ড্রাগন ফলের জন্য শুষ্ক জলবায়ু দরকার। মাঝারি বৃষ্টিপাত হলে ভালো হয়। কেশবপুরের আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে এর উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এ উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। ড্রাগন ফল একটি লাভজনক ফসল। এর আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
শিরোনাম:-
কেশবপুরে ড্রাগন চাষে ঝুঁকছে কৃষক
-
মোঃ আব্দুল মজিদ (কেশবপুর) যশোর প্রতিনিধি:-
- প্রকাশিত সময়: ১০:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- 130
জনপ্রিয় সংবাদ