কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৮ ব্যক্তিকে আটক করেছে। থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর সভার সাবদিয়া গ্রামের আফতাব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩২) কে ৭ পিস ইয়াবা, একই গ্রামের নজরুল ইসলাম (৩০) কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। উভয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক- পৃথক মামলা হয়েছে। একই রাতে ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার শ্রীফলা গ্রামের মৃত দীন মোহাম্মদ আলির ছেলে গহর আলি (৬০), গহর আলির ছেলে আব্দুর রাজ্জাক (৩২), আব্দুস সালাম (২৮) ও আলি মোহরীর ছেলে হাসান রায়হানকে আটক করা হয়। অনান্য মামলায় চাদড়া গ্রামের মোবারক গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজি (৪৫) এবং বাগদহা গ্রামের জালাল উদ্দিনের ছেলে খালিদ (৩২) কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়।