নেদারল্যান্ডসের রাজধানী দ্য হ্যাগে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই নিন্দা জানায়।
সম্প্রতি উগ্র ডানপন্থীরা দ্য হ্যাগে পবিত্র কোরআনের অবমাননা করেছে।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।