
সারাদেশের ন্যায় ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবরÍন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে থেকে একটি র্যালী বের হয়ে পৌর পার্কে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।
পরে দলীয় কার্যালয়ের গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জেলা সাবেক সহ সভাপতি আব্দুল্যাহ হারুন বাবলু,সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,পৌর মেয়র মতলুবুর রহমান, শহর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি শহীদ হাসান লোটন, সাধারন সম্পাদক আহসান হাবিব রাজিব ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মাদ আসিফ সরকারসহ অন্যান্যরা।