সিদ্দিক হোসেন, দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার সকাল ১০টায় গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে বীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার রেমন্ড কুইয়ার সভাপতিত্বে গুণগত শিক্ষামান উন্নয়নের লক্ষ্যে দুইদিন ব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ অনুদান প্রদান করছেন। প্রাথমিক শিক্ষায় হল শিক্ষার মূল ভিত্তি। তাই সকল শিক্ষক, অভিভাবককে সচেতন হতে হবে। তাহলেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা। দুইদিন ব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দীন ও মোঃ মেনহাজুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।