নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে এইচএসসি পরীক্ষার সময় শেখ গোলাম মোস্তফা ও পারভেজ মোশারফ নামে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপরে উপজলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিজানুর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শেখ গোলাম মোস্তফা নাটোর শহরের বলারীপাড়া মহল্লার মশিউর রহমানের ছেলে ও রাজশাহী সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিশ্ব বিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র এবং পারভেজ মোশারফ সদর উপেজলার একডালা গ্রামের মনোয়ার হােসেনের ছেলে ও রাজশাহী পলিটেকনিক ইন্সিস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিজানুর রহমান জানান, চলমান এইচ এস সি পরীক্ষীর ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালে রোজী মোজাম্মেল মহিলা কলেজ কেদ্রে শেখ গোলাম মোস্তফা ও পারভেজ মোশারফ নামে দুই পরীক্ষার্থীর আচরন দেখে কক্ষ পরিদর্শক লাভলু প্রামানিকর সন্দেহ হয়। এ সময় তিনি তাদের প্রবেশ পত্র দেখত চাইলে তারা তা দেখাতে অসমর্থ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা গুরুদাসপুরের শামসুজ্জাোহা ডিগ্রী কলেজের অনিয়মিত পরীক্ষার্থী জিল্লুর রহমান ও হারুনুর রশীদের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিজানুর রহমানের সামনে হাজির করা হয়। এসময় বিচারক তাদের দুইজনকে এক বছর করে কারাদন্ডাদেশ প্রদান করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
Related