জার্মানিতে হামবুর্গ থেকে কিয়েলগামী একটি ট্রেনে বুধবার ছুরি হামলায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।খবর রয়টার্সের।
আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
তিনি বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।