ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : কৃষকদের আধুনিক প্রযুক্তিতে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে তারা কৃষিচাষে ডিজিটালভাবে এগিয়ে যেতে পারবে। এতে করে কৃষির যেমন উন্নয়ন হবে তেমনি দেশও স্বয়ং সম্পূর্ণ হবে। নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষিচাষে দক্ষতাবৃদ্ধির লক্ষে কৃষকদের গত ৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করার সময় বলেন প্রশিক্ষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে ৩০ জন করে নারী-পুরুষ কৃষককে ধারাবাহিক ভাবে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সেকেন্দার আলী। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী’র কৃষিবিদ মো: আবুল কাশেম আযাদ, জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার মো: ওবায়দুর রহমান মন্ডল। প্রশিক্ষনের প্রথম দিনে দু’ব্যাচের মোট ৬০ জন নারী/পুরুষ কৃষক প্রশিক্ষনার্থী হিসেবে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।