জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাস চলাকালিন নিয়ম নীতি না মেনে অবৈধভাবে কোচিং সেন্টার চালু রাখায় নীলফামারীর ডিমলায় দি-ম্যাংনেট কোচিং সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্কুলে পাঠদান চলা অবস্থায় কোচিং চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে দি- ম্যাংনেট কোচিং সেন্টারে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাজমুন নাহান মুন। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরকার, উপজেলা ত্রাণশাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, পেশকার রোকনুজ্জামান রোকন। জানা যায়, উক্ত কোচিং সেন্টারটি সরকারী নিয়ম নীতি না মেনে দীর্ঘদিনধরে পরিচালনা করে আসছেন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা চাপানী গ্রামের সফিয়ার রহমানের পুত্র হাছানুর রহমান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোচিং সেন্টারের শিক্ষক ও মালিকগণদের সতর্ক করে বলেন, উপজেলার কোথাও আবার যদি এধরনের সংবাদ পাওয়া যায় তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।