আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ঈদগাঁহ ময়দান ও কবর স্থানের বাউনডারী দেয়াল নির্মান কাজে বাঁধা।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধান পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্তগ্রামে প্রধান পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ ময়দান ও কবর স্থান দির্ঘদীন ধরে উন্মুক্ত থাকায়, গবাদী পশুর বিচরনে তা নোংরা হয়ে যাচ্ছে। কমিটির লোজন বিভিন্ন স্থান থেকে ইট, বালু সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে মিস্ত্রি লাগিয়ে দেয়াল দেয়ার চেষ্টা করে। এতে করে প্রতিবেশী মৃত আনোয়ার হোসেনের ছেলে আজগার আলী, মোমিন ও আব্দুল হক সাহেব লাঠি শোটা নিয়ে তাদের উপর চরাও হয় এবং দেয়াল দিতে বাঁধা প্রদান করে। কমিটির লোকদের সাথে বাগবির্তকের সৃৃষ্টি হয় এবং তারা অকর্থ ভাষায় গালি গালাছ করে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাঁধা প্রদান কারী আজগার আলী বলেন, ময়দানের পিছনে আমাদের আবাদী জমি আছে, আমরা যাবো কি ভাবে তাই বাঁধা দিয়েছি। কমিটির সভাপতি বুলু ইসলাম জানান, তাদের জমির কথা বিবেচনা করে কমিটির পক্ষথেকে দেয়ালের পিছনে তাদের চলাচলের জন্য ৫হাত রাস্তা দেয় হয়েছে, এতে তারা সন্তষ্ট না, ময়দান ও কবর স্থানের ভিতর দিয়ে রাস্তা দাবী করেন তারা। বিষয়টি সমাধানে সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জমিদাতা এ্যাডভোকেট আশরাফুল লতিফ কিবরিয়া বুলবুল। তাদের এহেন আচরনে ক্ষোভ প্রকশ করেন।এলাকাবাসী।