
নীলফামারীর ডোমার চার্জর অটোসহ বের হয়ে যাওয়ার পর বাড়ী ফেরেনি মো. আরিফ হোসেন(১৪) নামে এক কিশোর। সে ডোমার পৌরসভার ছোট রাউতা (কাজীপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। এব্যাপারে নিখোঁজ আরিফ হোসেনের বড় বোন ঝরনা আক্তার কেয়া প্রধান ডোমার থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
ঝরনা আক্তার কেয়া জানান, গত ১৯ আগস্ট শুক্রবার বিকালে আমার বাবার চার্জার অটোটি নিয়ে বাড়ী থেকে বেড়িয়ে যায় আরিফ। কিন্তু অনেক রাত্রী হলেও বাড়ী ফেরেনি সে। আমরা তার ব্যবহৃত মোবাইল নম্বর(০১৯৩০৯৮৫৩৯৩) যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু উক্ত নাম্বারটি বন্ধ দেখায়। এরপর এলাকার বিভিন্ন স্থান, আত্মীয় স্বজনদের বাড়ী, হাট বাজার এবং ভাইয়ের পরিচিত বন্ধুদের সাথে যোগাযোগ করি। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরিফের খোজ খবর না পাওয়ায় ২০আগস্ট শনিবার ডোমার থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
আরিফের শারীরিক গঠন উচ্চতা-০৫” ৪ইঞ্চি , গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, চুল কালো, পড়নে ছিল নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সাদা রংগের গেঞ্জি। কোন সুহৃদ ব্যক্তি আরিফ হোসেনের দেখা পেলে বড়ভাই মো. মিনালের মোবাইল নাম্বার (০১৭৮৩৩৭৭০৩৪) যোগাযোগ করার অনুরোধ করেন।
এব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী নিখোঁজ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ হোসেন ও অটোটির সন্ধান করছে পুলিশ। আমরা দ্রুত সময়ে পেয়ে যাবো বলে আশাবাদী।