আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমারে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মনোনয়ন পত্র জমা করেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বুধবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও নির্বাচন অফিসার আব্দুর রহিমের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুফতি মাহমুদ বীন আলম, আলহাজ্ব এসএম সোলায়মান, উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ খতিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, দলের প্রধান নির্বাচনী উপদেষ্টা গোলাম আরশাদ, মুফতি মাহমুদ হাসান, মাওঃ ইউনুছ আলী, সংগঠক আমজাদ আলী, হাফেজ ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে পারিষদ চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনায় তিনি সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘদিন যাবত ২০ দলীয় জোটের সাথে শরীক দল হিসাবে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে রাজনীতি করে আসছি। এই আসনে স্বাধীনতার পর থেকে অদ্যবদী বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। উক্ত আসনে আমাদের দলের প্রায় ২০ হাজার কর্মী ও ৩৫ হাজারেরও বেশী সমর্থক ভোটার রয়েছে। আমাকে দল থেকে মনোনয়ন দিলে সফলতার সাথে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।