আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সাংবাদিক মানিকের চাচী মহচেনা বেগম (৯০) ইন্তেকাল করেন। ১৩ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন, ইন্নানিল্লাহি——–রাজিউন। তার মৃত্যুতে এলাকার শিক্ষক মহল, রাজনৈতিক অংঙ্গন সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ যোহর মাঝাপাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি দির্ঘদিন থেকে বাধ্যক্ষজনিত রোগে ভুগছিলেন। তিনি ৫টি পুত্র, ৪টি কন্যা সস্তান, ২০জন নাতী নাতনী সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি উক্ত গ্রামের মৃত তমিজ উদ্দিন আমিরের স্ত্রী ও ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিকের চাচী। পরিবারের পক্ষে তার বড় ছেলে গোলাম মির্জা মায়ের বিদাহী আতœার মাগফেরাত কামনায় আত্বীয় স্বজন ও সুভাকাংখ্যী সকলের কাছে দোয়া কমনা করেন।