আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমার মহিলা ড্রিগ্রী কলেজে নবীন বরণ ও ব্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪জুলাই) সকাল ১১টায় অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের গভঃবডির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসাবে, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী, নুরুল ইসলাম বিএসসি, সহকারী অধ্যাপক শাহাজান সরকার বুলু, প্রভাষক মহিউদ্দিন আহমেদ, নাছিমা আক্তার, গভঃবডির সদস্য মোজাফ্ফ্র আলী, অহিদুল ইসলাম, বদরুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে কলেজের ছাত্রী ও অতিথি শিল্পীদের অশংগ্রহনে ব্যান্ড শো পরিবেশন করা হয়।