
দিঘলিয়ার সেনহাটীতে চিহ্নিত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল হত্যার দুইদিন পরে নিহতর পিতা মিজানুর রহমান বাদি হয়ে দশ জনের নাম উল্লেখ করে ও আরো পাঁচজনকে অজ্ঞাত আসামী করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন । দিঘলিয়া থানা মামলা নং ৭ তাং ৮/৩/২০২৩। এ ঘটনায় এজারভুক্ত আসামি শাহ আলম মুন্সী ৩০ কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৬ মার্চ দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিট সময় সেনাহাটি আদর্শ পল্লী এলাকায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মাইনুল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে যখম করে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার এই প্রতিবেদককে বলেন বলেন, হত্যার ঘটনায় মামলা এন্টি করা হয়েছে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে
তিনি বলেন, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত মাইনুলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান।