সিদ্দিক হোসেন, দিনাজপুর প্রতিনিধি: মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) আয়োজনে চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সমৃদ্ধি কর্মসুচির আওতায় ভিক্ষুক (উদ্যোমী সদস্য) পুনর্বাসন কার্যক্রমের উপকরন বিতরন, বিশেষ সঞ্চয় স্কীমের ম্যাচিং অনুদান প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাউল করিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান মোঃ আবু হায়দার লিটন, বিন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায়, উত্তর সুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন এমবিএসকে নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র উপ-নির্বাহী প্রধান মোঃ খালেদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমকে একটি সফল উদ্যোগ বলে উল্লেখ করেন। সারা বাংলাদেশে ভিক্ষুক নির্মুলে সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। তিনি নারী অধিকার, শিশুদের মানসম্মত লেখাপড়াসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি ০২ জন ভিক্ষুকে ২ লক্ষ টাকার সমাপরিমাণ ২টি গাভী বাছুরসহ ও একটি চার্জার ভ্যান, বন্দকী জমির কাগজপত্র তুলে দেন। মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতির বক্তব্যে বলেন, ভিক্ষুকরা যেন আর ভবিষ্যতে ভিক্ষাবৃত্তি না করে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিশেষ সঞ্চয় স্কীমের ম্যাচিং অনুদান প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।