সিদ্দিক হোসেন,দিনাজপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষাই হচ্ছে, শিক্ষার মূল ভিত্তি উল্লেখ করে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার বলেছেন শিক্ষার মানোন্নয়নে সততা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ সংরক্ষনের বিষয়ে খুবই আন্তরিক। বর্তমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা সহ ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। সোমবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির উদ্যোগে সোয়া অটো রাইস মিল এর সৌজন্যে দিনাজপুর সদর উপজেলার হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার এ কথা বলেন। হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক খ ম আলাওল হাদী, সোয়া অটো রাইস্ মিলের সত্ত্বাধিকারী মোঃ সাদেকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ময়েজউদ্দিন আহম্মেদ মজু ও মোঃ আব্দুল হাই বকুল। স্বাগত বক্তব্য রাখেন হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাল্যা মাহমুদা।