সিদ্দিক হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে ২৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন নিজ উদ্যোগে এ শিক্ষা উপকরন বিতরন করেন। সোমবার দিনাজপুর শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের ১ থেকে ৩ রোল পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ হিল বারী, সনেট ফটো ভিওয়ের স্বত্তাধিকারী আসাদুজ্জামান আসাদ, লায়লা আরজু খা সহ শিক্ষবৃন্দ।
ফয়সাল হাবিব সুমন বলেন, শিক্ষার্থীদের ভাল ভাবে পড়াশোনা করে পিতা-মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করতে হবে। আজকের শিক্ষার্থীরাই একদিন রাষ্ট্র ক্ষমতার কর্ণধারক হবেন। তাই প্রতিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাহলে মন ও শরীর ভাল থাকবে।