বিজয় ডেস্ক: বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সরকার বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। নৌকা মার্কায় ভোট চাই কারণ শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশে উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
বিএনপির অভিযোগ করার প্রবণতারও সমালোনা করেন শেখ হাসিনা। “তারা শুধু অভিযোগ করে। তাদের কাজ প্রতিদিন শুধু নালিশ করা। নিজেরা অপকর্ম করবে, আমাদের নির্বাচনী অফিসে তারা আগুন দিয়েছে, ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে, কর্মীদের হত্যা করেছে আবার নালিশ করছে। এটাই তাদের চরিত্র।