নাটোর প্রতিনিধি : নাটোরের শহরের বড়হড়িশপুর এলাকায় ইজি বাইকের চাপায় শিমুল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শিমুল নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলচলন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শিরা জানায় , শুক্রবার দুপুরে শিমুল শহরের বড়হড়িশপুর এলাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পাওয়ার সময় ইজিবাইকের ধাক্কা লেগে পড়ে গেলে একটি ইজিবাইক তার মাথা থেতলে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল মারা যায়। সে জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকার তালুকদার বাড়ির ফনু তালুকদারের ছেলে। সে শহরের এক আত্মীয়ের বাসা থেকে বেড়ানো শেষে গুরুদাসপুর বাড়ি ফেরার জন্য যাত্রা করেছিল।
Related