নাটোর প্রতিনিধি: নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,নিরবতা পালন ও দোয়া করা হয়। পরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রসাশক শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক মনিরুজ্জামান ভূইয়া,নাটোর জজ কোর্টের পি.পি এড.সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে নাটোর সদর উপজেলা ফুলবাগান সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধার”৭১-এ উদ্দেগ্যে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, নিরবতা পালন,বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে জেলার বড়াইগ্রামে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।