নাটোর: র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে গুরুদাসপুর উপজেলার মশিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় আবু তাহের ও শিহাব উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়।
আটকের পর তাদের কাছ থেকে ফেইসবুক ম্যাসেঞ্জারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের আলামত পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়।