নাটোর প্রতিনিধি : নাটোরে ৯ জন ডঙ্গেুরোগী সনাক্ত করা হয়েছে।এর মধ্যে আজ দুপুরে বেসকারি একটি হাসপাতালে ২ জন রোগীর রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর জীবানু পাওয়া যায়।সততা হাসপাতালের পরিচালক আব্দুল আওয়াল রাজা জানান,তার হাসপাতালে ১৭ জন রোগী পরীক্ষা করে ৯ জনের শরীরে ডেঙ্গুর জীবানূ পাওয়া যায়।আক্রান্তরা সবাই ঢাকা থেকে নাটোরে এসেছিলেন।কেউ কেউ চিকিৎসকের পরামর্শে আবার কেউ কেউ সন্দেহের বসে পরীক্ষা করে ডেঙ্গুর জীবানু পান।তবে সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গুর জীবানু পরীক্ষা করার মত কোন ব্যবস্থা নাই।সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম জানান তারা পরীক্ষা উপকরণ সংগ্রহের জন্য আজই ঢাকায় লোক পাঠানো হবে।