নাটোর প্রতিনিধি: নাটোর ৪ আসনে বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় বড়াইগ্রাম গুরুদাসপুর উপজেলার কয়েক হাজার নেতৃকবৃন্দ ফুলেল সম্বর্ধনা দিয়ে বরন করে নেয়। সোমবার সকাল ১১ টার দিকে সাংসদ আব্দুল কুদ্দুস ঢাকা থেকে এলাকায় ফিরলে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় হাজার হাজার জনতার ঢল নামে। পরে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয় তাকে। পরে এক সংক্ষিপ্ত পথসবায় বক্তব্য রাখেন সাংসদ। এসময় বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি , সাধারন সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় টোলপ্লাজা এলাকায় যানচলাচলে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে মাইক্রোবাস ও কয়েকহাজার মোটরসাইকেল শোডাউন নিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার উদ্যোশে রওনা হন। এদিকে বিষয়টি নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় জেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহিম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে ইতি মধ্যে বড়াইগ্রাম ও গুরুদাসপুর এলাকায় নিয়োজিত ম্যাজিষ্ট্রেটকে পাঠানো হয়েছে।