নিরাপদ পথ
-ইসমত আরা
বেরুলেই ভয়,নিরাপদ নয়
পথটা বেজায় দস্যি যে–
খাচ্ছে মানুষ, রোজ উদাসীন
গাড়ির চাকায় ইচ্ছে যে !!
খাচ্ছে শিশু ,খাচ্ছে বুড়ো
তরুণ ,যুবক, ছাত্রকে-
এত ক্ষুধা ! তাও মেটেনা
কি জানি খায় সে কাকে ?
মায়ের চোখে স্নেহের পানি
বিদায় বেলায় বুক কাঁপে–
বাবার অফিস সেও দূরে
যাত্রা বাসেই,পথ মাপে !
পথের খাতায় রোজ নামতা
পড়তে পড়তে কতজন !
লাশ হয়ে যে ফিরছে বাড়ি
এভাবে হায় কে কখন !
এত মৃত্যু রোজ সড়কে
তবুও টনক নড়ছে না !
তেল মাখিয়ে চলছে সবাই
একি আজব কারখানা !
খুললে পেপার,টি ভি চ্যানেল
চক্ষু উঠে চড়গগাছ–
আইনকে কারা জাল বানিয়ে
ডাঙায় ধরে ইলশে মাছ !
ঘুমায় নাকে তেল মাখিয়ে
দিনের বেলায় বেসামাল,
শুনুন জনাব একটু এবার
বলছি ,থামাও টালমাতাল !
নোয়াও মাথা মাটির দিকে
একটু ভাবো সৎ জ্ঞানে–
তুমিও ঠিক একই রকম
যেতেও পারো নির্মাণে ।
নিয়মগুলো শ্রদ্ধাভরে
নাও’না বুকে তাই এবার,
বাঁচবে তুমি,বাঁচবে মানুষ
হলে নিরাপদ পথ সবার ।
নিউজবিজয়২৪.কম/মো.ফারুক হোসেন (নিশাত)