জেলার ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশনে ভারত থেকে ঢাকাগামী মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিতালি এক্সপ্রেসের এলএ এম আব্দুল মমজিদ গুরুতর আহত হন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হননি বলে নিশ্চিত করেছেন স্টেশন কর্তৃপক্ষ।
নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
চিলাহাটি ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, ঘটনাস্থলে আমাদের ও ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
সমর সাহা নামে স্থানীয় এক ব্যক্তি জানান, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি স্টেশন ছেড়ে কিছুটা সামনে আসার পর মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে।