জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এম,পি নৌকার বিজয়ের লক্ষে গত কয়েকদিন ধরে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, বালাপাড়া, ডিমলা সদর, খগাখড়িবাড়ী, নাউতারা, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ী ও পূর্ব ছাতনাই ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থেকে সাধারণ ভোটারদের হাতে-হাতে লিফলেট বিতরণ করে ডোমার-ডিমলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আগামী ৩০ ডিসেম্বর রবিবার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বিভিন্নস্থানে গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বিগত ৫ বছরের ডোমার-ডিমলা দুই উপজেলার উন্নয়নের চিত্র ভোটাদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ইতোমধ্যেই নৌকার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে আর এই গণজোয়ারে সব অপশক্তি ভেসে যাবে।