নো-মেনসনের নববর্ষ !
—————–
নববর্ষের বারতায় যদি প্রশ্ন করি
তুমি আমি কেউ কী ভাল আছি ?
তাহলে কেন এই ভনিতা, এত আয়োজন
পান্তা নিয়ে টানাটানি, মরিচে মরিচে কর্ষণ
শুঁটকির পঁচানি গন্ধ ছেড়ে, ইলিশ খোঁজ কিসে ?
এসো না, নতুন বছরে একসাথে কিছুটা পথ হাঁটি
বিদ্বেষ-জ্বালা ভুলে !
ডালিতে ডালিতে ভালবাসা ভরে
আর কত করবো ফেরিয়ালী
নতুন দিনের সূর্যটা না হয়
দু’জনের সমান বলে ভাবি !
ভর্তা শাক ইলিশ ভাজায়
পান্তার কী আসে যায়
মরিচ আর নুন না থাকলে পাতে
জমেনা পান্তা, কিংবা দুধে ভাতে
আমি না হয় হলেম নুন, তাওতো কাজে আসে !