
লালমনিরহাটের পাটগ্রাম ধরলা নদীর তীরে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। এই ইজতেমায় দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ছুটে এসেছে। ইজতেমা মাঠে মুসল্লিগন জুম্মার নামাজ আদায় করেছেন। আয়োজকরা জানান, ইজতেমায় লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। লালমনিরহাট জেলা তাবলিগ জামাতের তত্বাবধানে এ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমা শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই ইজতেমা ঘিরে পুরো এলাকা ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে।এখানে কয়েক শতাধিক স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছেন।এছাড়াও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, এই ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমার আয়োজন চলছে।