স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরেই গুঞ্জন আবারও বার্সেলোনায় ফিরছেন নেইমার। সাম্প্রতিক সময়ে সেটা আরও জোরালো হয়েছে। তবে তেমনটা হচ্ছে না বলে জানিয়েছেন পিএসজি কোচ টমাস টুখেল। তিনি মনে করেন ফরাসি ক্লাবটিতে বেশ সুখেই আছেন ব্রাজিল ফরোয়ার্ড। তাই এখান থেকে চলে যাওয়ার মোটেই সম্ভাবনা নেই নেইমারের।
বার্সেলোনার সঙ্গে ২০১৭ সালের আগস্টে সম্পর্ক ছিন্ন করে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু এর কিছুদিন না যেতেই তারকা এ ফরোয়ার্ড নিয়ে ওঠে গুঞ্জন, আবার পুরনো ক্লাবেই ফিরছেন তিনি। বলতে গেলে তখন থেকে চলে আসা গুঞ্জনটা সাম্প্রতিক সময়ে আরও হয়েছে জোরালো। তবে ব্যাপারটি নিয়ে একটুও চিন্তিত নন টুখেল। ছুটি কাটিয়ে রোববার রাতে ফরাসি কাপে পঁতিভির বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচ দিয়ে ফেরা নেইমার দলের নেতা হয়ে উঠতে চান বলে বিশ্বাস জার্মান এই কোচের।
ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে আজ গ্যাঁগোর বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেন কোচ ‘আমার মনে হয়, নেইমার অনেক, অনেক সুখে আছে। সে পেশাদার, ফল নির্ধারক, সে ভালো আছে। আমি মনে করি, সে এখানে ভালো বোধ করছে, লকার রুমে ও মাঠে। সে নিয়মকানুন মেনে চলে, মাঠে অনেক কিছু করে। আপনি তার কৌশল এবং সে অনুশীলনে যা করে দেখেছেন।’
নেইমারের পারফর্ম নিয়ে দারুণ খুশি টুখেল। এ ব্যাপারে তিনি বলেন, ‘তার কাজ নিয়ে আমরা খুব সন্তুষ্ট। আমার মনে হয়, সে দেখাতে চায় যে সে পিএসজির নেতা হয়ে উঠতে সক্ষম। আর তা আমাদের দারুণ ব্যাপার। কারণ সবচেয়ে বড় কথা হলো সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’