রংপুরের পীরগাছায় ডলারের লোভ দেখিয়ে এক যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে তিন প্রতারক।মঙ্গলবার দুপুরে পীরাগছা বাজারের অগ্রণী ব্যাংকের নিচে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে। প্রতারিত ওই যুবক আব্দুল হালিম (২৮) পীরগাছা সদর ইউনিয়নের কিশামত সুখানপুকুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে স্থানীয় পরিবেশক এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামানের কর্মচারী হিসেবে কাজ করতো।
ওই যুবক জানান, গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ডিলার পয়েন্ট থেকে দেড় লাখ টাকা নিয়ে যমুনা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি অগ্রণী ব্যাংকের নিচে আসামাত্র পিছন থেকে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে ডাক দেন এবং সামনে একটি সিএনজি নিয়ে দাড়িয়ে থাকা ব্যক্তিসহ তাকে রোমানের ১০০ টাকার মুল্যের কিছু ডলার দেখান। এসময় তারা কৌশলে তাকে ১০০ টাকা মূল্যের ১১টি ভূয়া কাগজে প্রিন্ট করা ডলার দিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেন এবং এসব ডলার ভাঙ্গালে ২ লাখ টাকা হবে বলে জানান। পরে ওই যুবক যমনা ব্যাংকে ডলার ভাঙ্গাতে গেলে সিএনজি নিয়ে ওই তিন প্রতারক পালিয়ে যায়। তাদের সবার মুখে মাস্ক পড়া ছিল। ব্যাংকে গিয়ে ডলারগুলো ভূয়া ও কাগজে প্রিন্ট করা বলে জানতে পারলে প্রতারিত ওই যুবক ঘটনাস্থলে ফিরে আসেন। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোহিনুর ক্যামিক্যাল কোম্পানীর পরিবেশক ও উপজেলা পরিবেশক এসোশিয়েশনের সভাপতি রোকনুজ্জামান বলেন, তাকে ব্যাংকে টাকা জমার করার জন্য পাঠালে এ ঘটনা ঘটে। ওই যুবকের কথা বার্তায় অসংলগ্নতা আছে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিুসর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওখানের একটি দোকানের সিসি ক্যামেরায় দুর থেকে বিষয়টি দেখা গেলেও কাইকে চেনা যাচ্ছে না। আর টাকা ওই যুবকের না। তার মহাজনের। তার কথা বার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
শিরোনাম:-
পীরগাছায় ডলারের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে চম্পট তিন প্রতারক
-
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-
- প্রকাশিত সময়: ০৬:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- 254
জনপ্রিয় সংবাদ