বিজয় ডেস্ক: সব দিক ঠিক থাকলে জানুয়ারির ২০ অথবা ২১ তারিখেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। এই দু’দিনের মধ্যে কবে দেখা যাবে তা পুরোপুরি নির্ভর করছে টাইমজোনের উপর। আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং আফ্রিকা থেকেই দেখা যাবে এই ‘সুপার ব্লাড মুন’।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়েই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার চলতি জানুয়ারিতে। এরপর আবার ২০২১ সালের ২৬ জুন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
কী এই ‘সুপার ব্লাড মুন’? চন্দ্রগ্রহণের সময় চাঁদে একটি লাল আভা দেখা যাবে। পৃথিবী থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গায় গিয়ে পড়ার জন্যই এমনটা হবে বলে ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের। নীল এবং বেগুনি বর্ণের তুলনায় লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য যেহেতু বেশি পরিমাণে ছড়িয়ে যেতে পারে, তাই চাঁদের রং ওই দিন একটু লালচে দেখাবে।
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারি টানা ৩ ঘণ্টা ৩০ মিনিট ধর চলবে পুরো চন্দ্রগ্রহণ। তার মধ্যে ৬২ মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।