হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের -১ আসন হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, তার নির্বাচনীয় জনসভায় ভোটারদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন অব্যহত রাখতে আবারোও নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি বিগত দিনের আওয়ামীলীগ সরকারের সার্বিক উন্নয়নের ব্যাখ্যা করে বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী লাল স্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে নৌকা মার্কায় ভোট চান। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুনের সভাপতিত্বে বিশেষ অতিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমজি মোস্তফা, খতিব উদ্দিন,উ পজেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, ইউপি সদস্য মোশারফ হোসেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।