দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা শেষে শহীদ মুক্তিযোদ্ধা মোঃ মসসিন আলীর কবরে ও শহীদ বুধারু সড়কে পুষ্পমালা অর্পন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্মসাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, মোঃ তোফাজ্জল হায়দার সহ আরও অনেকে। অনুষ্টানটি পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা এস.এম.এ খালেক।