দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সলেমান আলী ও প্রধান শিক্ষক মোঃ রোকুনুজ্জামান চৌধুরী মিঠু যোগসাজশ করে বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির ১৩টি গাছ রবিবার সকালে ৩ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করলে এলাকাবাসীর পক্ষে মোঃ শরিফুল আলম চৌধুরী মানিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের নিকট অভিযোগ করেও গাছ কাটা বন্ধ করতে পারে নি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আমি লোক পাঠিয়েছি ঘটনা সত্য হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে পাল্টাপুর ইউনিয়নের কাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের স্কুল বন্ধের দিন গত বুধবার বিশাল আকৃতির একটি কাঠাল গাছ ও দুইটি ইউক্লিপটাস গাছ গোপনে ৫০ হাজার টাকায় বিক্রি করে। নীতিমালা রয়েছে বিদ্যালয়ের কোন গাছ বিক্রি করতে হলে সরকারি টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ খাইরুন নাহারের নির্দেশে উক্ত গাছগুলি বিক্রি করা হয়েছে। এব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ খাইরুন নাহারের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, গাছ বিক্রি বিষয়ে আমি কিছুই জানি না। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসর মোঃ এরশাদুল হকের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই মাত্র আপনি অভিযোগ করলেন বিষয়টির সত্যতার পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।